মামলা করবেন হিরো আলম, চিঠি দিবেন দূতাবাসে,


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:২৫ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩


মামলা করবেন হিরো আলম, চিঠি দিবেন দূতাবাসে,
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন বর্জন ঘোষণার পর তার ওপর হামলার ঘটনায় মামলা করবেন মো. আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ সব দূতাবাসে চিঠি দেবেন বলেও জানিয়েছেন হিরো আলম।


সোমবার (১৭ জুলাই) মহানগর হাউজিং সোসাইটিতে তার নির্বাচনী কার্যালয়ে তিনি একথা জানান।


হিরো আলম জানান, আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করছি। ইসি আমার বিরুদ্ধে কাজ করেছে। ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকাসহ সব দূতাবাসে চিঠি দিবো।


এর আগে, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন হিরো আলম। বিভিন্ন কেন্দ্রে নিজের এজেন্টদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন হিরো আলম। বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শনে গিয়ে হিরো আলম বলেন, যেহেতু আমার এজেন্টের গায়ে হাত দিয়েছে, তাহলে আমার গায়েও যে হাত দেবে না, তার কি নিশ্চয়তা আছে?


আরও পড়ুন: না না, এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন করবো না বললেন হিরো আলম


রাজধানীর বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে বিকেল সাড়ে তিনটার একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশি নিরাপত্তার মধ্যেও হামলার শিকার হয়েছেন তিনি। পরে কয়েকজন পুলিশ সদস্যের নিরাপত্তায় তাকে কেন্দ্র থেকে বাহির নিয়ে যাওয়া হয়।


জেবি/ আরএইচ/