দেশের পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩


দেশের পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
ফাইল ছবি

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চার বিভাগে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।


মঙ্গলবার (১৮ জুলাই) আবহাওয়া ডট কম ওয়েবসাইটে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


পূর্বাভাসে বলা হয়, আজ মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা ও বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত ১০টার পর থেকে রাত ৩টার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দেশের অন্যান্য বিভাগের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।


আরও পড়ুন: দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা


এতে বলা হয়, আজ মঙ্গলবার থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জেলায় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২০ জুলাই থেকে মৃদু তাপ প্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে।


পূর্বাভাসে বলা হয়, আজ ঢাকা শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। একইভাবে ঢাকা শহরের আশপাশের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত অনেক কম।


জেবি/ আরএইচ/