Logo

বগুড়ায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে আহত ৩০

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৩, ০৫:১৭
34Shares
বগুড়ায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে আহত ৩০
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ইন্ধনে বিনা উসকানিতে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে

বিজ্ঞাপন

বগুড়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৮ জুলাই) বগুড়া শহরের ইয়াকুবিয়ার মোড়ে ও পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার বলেন, বিএনপির পদযাত্রা কর্মসূচি পণ্ড করতে আওয়ামী লীগ শহরে শান্তি সমাবেশের নামে পাল্টা কর্মসূচি দেয়। আওয়ামী লীগের ইন্ধনে বিনা উসকানিতে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, বিএনপির নেতাকর্মীরা পুলিশকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পুলিশ জানমাল রক্ষায় টিয়ারশেল নিক্ষেপ করেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে পুলিশের ওপরে হামলা চালিয়েছে। এতে পুলিশের ১১ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD