বগুড়ায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে আহত ৩০


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩


বগুড়ায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে আহত ৩০
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। 


মঙ্গলবার (১৮ জুলাই) বগুড়া শহরের ইয়াকুবিয়ার মোড়ে ও পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার বলেন, বিএনপির পদযাত্রা কর্মসূচি পণ্ড করতে আওয়ামী লীগ শহরে শান্তি সমাবেশের নামে পাল্টা কর্মসূচি দেয়। আওয়ামী লীগের ইন্ধনে বিনা উসকানিতে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে।


আরও পড়ুন: ফেনীতে পুলিশ-বিএনপি সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ


বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, বিএনপির নেতাকর্মীরা পুলিশকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পুলিশ জানমাল রক্ষায় টিয়ারশেল নিক্ষেপ করেছে।


তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে পুলিশের ওপরে হামলা চালিয়েছে। এতে পুলিশের ১১ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


জেবি/ আরএইচ/