দেশে ফিরেছেন ৭১ হাজার ৫৫৪ হাজি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:০৪ পূর্বাহ্ন, ১৯শে জুলাই ২০২৩
সৌদি আরবে হজ পালন শেষে গত ২ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি ১৮৭টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৭১ হাজার ৫৫৪ হাজি। এদিকে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১০৯ জন মারা গেছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ১৮৭টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৮৩টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৭৩টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৩১টি।
আরও পড়ুন: দেশে ফিরেছেন ৬০ হাজার ৬০৪ জন হাজি
পবিত্র হজ পালন শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে দেশে আসা হাজিদের জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিরা ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইনসের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে পাঁচ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বিমান।
আরও পড়ুন: দেশে ফিরেছেন ৫৭ হাজার ৫৩৬ হাজি
এদিকে, এবার হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ইন্তেকাল করেছেন ১০৯ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৮৪ জন, মহিলা ২৫ জন। তাদের মধ্যে মক্কায় ৮৯, মদিনায় ৭, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় ১ জন মারা গেছেন।
জেবি/এসবি