সেতুর ওপর বিদ্যুৎস্পৃষ্টে ১৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩
ভারতের উত্তরাখণ্ডের একটি সেতুর ওপর ট্রান্সফর্মার বিস্ফোরণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে।
বুধবার রাতের এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিদ্যুতের একটি ট্রান্সফর্মারে বিস্ফোরণের কারণে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। যে সেতুতে ১৫ জন প্রাণ হারিয়েছেন সেটি উত্তরাখণ্ডের চামোলি বিভাগের অলকনন্দ নদীর ওপর অবস্থিত। সেতুটি নমামি গেং প্রজেক্টের অংশ ছিল।
রাজ্য পুলিশের ডিজি অশোক কুমার বলেছেন, ‘১৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। যার মধ্যে পুলিশের একজন উপ-পরিদর্শক এবং তিনজন নিরাপত্তারক্ষী ছিলেন। এ দুর্ঘটনার কারণ উৎঘাটনে তদন্ত শুরু হয়েছে।’
আরও পড়ুন: পাঁচ বছরে দারিদ্র্যমুক্ত হয়েছে ভারতের সাড়ে ১৩ কোটি মানুষ
চামোলি বিভাগ পুলিশের এসপি প্রামেন্দ্র দোবাল জানিয়েছেন, গতরাতে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেছেন, ‘আমরা ওই গ্রাম থেকে একটি খবর পাই একজন নিরাপত্তারক্ষী (ওয়াচম্যান) বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। যখন গ্রামবাসীর সঙ্গে পুলিশ ঘটনাস্থলে বিষয়টি তদন্তে যায় তখন আরও ২১ জন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন। ১৫ জন হাসপাতালে মারা যান; বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।’
সূত্র: এনডিটিভি
জেবি/ আরএইচ/