কামরাঙ্গীরচরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩


কামরাঙ্গীরচরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচর থেকে শিলা নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। তবে পুলিশ এ ঘটনায় আত্মহত্যার প্ররোচণার মামলায় তার স্বামীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।


পুলিশের ভাষ্য, স্বামী-স্ত্রীর মনোমালিন্যের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়না তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।


মঙ্গলবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচর থানার মাদবর বাজার হারিকেন ফ্যাক্টরির তিন নম্বর গলির একটি বাসা থেকে শিলার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। 


পরে কামরাঙ্গীরচর থানার এসআই নুসরাত জাহান তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। লাশটি ময়না তদন্তের জন্য স্যার সলিম উল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরও পড়ুন: কামরাঙ্গীরচরে গৃহবধূর মরদেহ উদ্ধার


এ ব্যাপারে জানতে চাইলে কামরাঙ্গীরচর থানার ওসি মো. মোস্তফা আনোয়ার বলেন, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের কারণে শিলা আত্মহত্যা করেছেন। আমরা আত্মহত্যা প্ররোচণার মামলা নিয়ে অভিযুক্ত আলী আহমেদকে গ্রেফতার করেছি। তাকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মৃত শিলা পুরান ঢাকার লালবাগ থানার আব্দুল মালেকের মেয়ে। তিন ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।


জেবি/ আরএইচ/