পঞ্চগড়ে গ্রামীণ ব্যাংকের লক্ষাধিক চারা বিতরণ কর্মসূচি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩


পঞ্চগড়ে গ্রামীণ ব্যাংকের লক্ষাধিক চারা বিতরণ কর্মসূচি
ছবি: জনবাণী

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গ্রামীণ ব্যাংক পঞ্চগড় এরিয়া অফিসের মাধ্যমে প্রায় একলাখ বৃক্ষের চারা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। 


এই কর্মসূচির আওতায় বুধবার (১৯জুলাই) বিকেলে সদর উপজেলার গ্রামীণ ব্যাংক কামাত কাজলদিঘী,পঞ্চগড় শাখার অধীনে শাখার সদস্যদের মাঝে এই বৃক্ষের চারা বিতরণ করা হয়। 


গ্রামীণ ব্যাংক ঠাকুরগাঁও যোনের উদ্যোগে ২০২৩ সালের বৃক্ষরোপণের দ্বিতীয় বিশেষ সপ্তাহ উপলক্ষে এই  বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 


গ্রামীণ ব্যাংকের পঞ্চগড় এরিয়ার আওতায় সকল শাখার সদস্যদের মাঝে ৯৯ হাজার ৫ শত বিতরণ অব্যাহত রয়েছে বলে জানান গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা।


আরও পড়ুন: পঞ্চগড়ে গ্রামীণ ব্যাংকের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. ওসমান গনি প্রমানিক। 


প্রোগ্রাম অফিসার নাছরিন নাহার বেগম, শাখা ম্যানেজার মো. মহসিন আলী, কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল প্রধান, প্রাক্তন ইউপি সদস্য অজিফুল হক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


জেবি/ আরএইচ/