পুলিশ জনবান্ধব হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পুলিশ জনবান্ধব হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ জনবান্ধব হয়েছে। বঙ্গবন্ধু এমন একটি পুলিশ বাহিনীর কথাই বলেছিলেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত নাগরিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমানে ৩৪ হাজার সদস্য নিয়ে ডিএমপির কার্যক্রম চলছে। ভবিষ্যতে এ সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশকে জনতার পুলিশ হতে আহ্বান জানিয়েছিলেন। আজকে পুলিশ সেই জায়গায় এসেছে। পুলিশ এখন জনবান্ধব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আজকে কাজ করছে বলে আমরা নিরাপত্তায় সিটিতে বাস করছি। আজকে দুই কোটি মানুষের বসবাস এ সিটিতে। সেখানে আমদের পুলিশ মেধা ও যোগ্যতা দিয়ে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন।

আমাদের পুলিশের যখন যা প্রয়োজন সবকিছুই আমরা করে যাচ্ছি। ইউনিট বাড়ানো, প্রশিক্ষণ সবকিছু সামর্থ্য অনুযায়ী কাজ করছি। আগামীতে পুলিশ আরও সুন্দরভাবে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।

ওআ/