কাল বিএনপির শোক র্যালি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩

সারাদেশে দলীয় কর্মসূচিতে হামলা ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১টায় নয়াপল্টনে শোক র্যালি করবে বিএনপি।
বুধবার (১৯ জুলাই) বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এর আগে আজ সকাল ১০টায় পদযাত্রা শুরুর কথা থাকলেও বেলা ১১টা ২০ মিনিটের দিকে আবদুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পদযাত্রা শুরু হয়। তার আগে সকাল ৯টা থেকেই আব্দুল্লাহপুরে জড়ো হতে শুরু করেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তখন থেকে ঢাকার প্রবেশমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: আ.লীগ হামলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলল ১২ দলীয় জোট
আব্দুল্লাহপুর থেকে শুরু হওয়া পদযাত্রা বিমানবন্দর, কুড়িল, বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া ও সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী মোড়ে সমাবেশ করছে বিএনপি।
জেবি/এসবি]
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি: সালাহউদ্দিন

ফ্যাসিবাদের দেখেও যাদের শিক্ষা হয়নি তাদের পরিণতিও একই হবে: নাহিদ

নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না : মির্জা ফখরুল

ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ইশরাক, প্রশ্ন তুললেন দলীয় নীতিতে
