ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১৯ জনের প্রাণহানি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩০ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩


ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১৯ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে একদিনে (২৪ ঘণ্টায়) আরও ১৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছরে মোট মৃত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬ জনে। একই সময়ে নতুন করে  আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৯২ জন। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্ত হয়েছে   ২৫ হাজার ৭৯২ জন।


বুধবার (১৯ জুলাই)  স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আরও পড়ুন: দেশে প্রথমবার টিভির পর্দায় সংবাদ পাঠ করল কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অপরাজিতা’


বিজ্ঞপ্তিতে বলা হয়,  গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ৯২২ জন এবং ঢাকার বাইরের ৮৭০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৫৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।


আরও পড়ুন: হিরো আলমকে নিয়ে পশ্চিমাদের বিবৃতি, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী


চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৭৯২ জন। সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৪ জন। মারা গেছেন ১৪৬ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১১৩ জন এবং ঢাকা সিটির বাইরে ৩৩ জনের মৃত্যু হয়।


জেবি/এসবি