সরকারি জমি পেয়ে কাঁদলেন ভালো কাজের হোটেলের প্রধান উদ্যোক্তা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৩


সরকারি জমি পেয়ে কাঁদলেন ভালো কাজের হোটেলের প্রধান উদ্যোক্তা
ছবি: সংগৃহীত

ভালো কাজের হোটের প্রধান উদ্যোক্তা ও পরিচালক আরিফুর রহমান বলেছেন, আজ আমার কাছে স্বপ্নের মতো লাগছে। ছোট বেলা থেকে আমি এমন কাজে জড়িত হয়ে পড়ি। পরে কলেজে সবাইকে যুক্ত করি। প্রথম দিকে কমলাপুরে যখন রাস্তায় রান্না করতাম, আমাদের বের করে দেয়৷ আমরা ভাড়া নিয়েই কাজ শুরু করি। এখন আমরা একটা জায়গা পেলাম। সবাই আমাদের বলে আপনাদের কি লাভ। কিন্তু সব কাজে লাভ খুঁজতে নেই। 


বৃহস্পতিবার (২০ জুলাই) ভালো কাজের হোটেল ও ডেইলী টেন স্কুলকে রাজধানীর বনগ্রামে ৪০০ বর্গফুটের একটি বাড়ী প্রদান করেন ঢাকা জেলা প্রশাসন। যার বর্তমান জমির মুল্য ৫ কোটি টাকা। জমির কাগজ পাওয়ার পর তিনি কাঁন্না জড়িত কন্ঠে এসব কথা বলেন।


আরও পড়ুন:  তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য অর্পিত সম্পত্তি দিলো ঢাকা জেলা প্রশাসক


এসময় জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, ভালো কাজের হোটেলের মানবিক উদ্যোগ। যারা অন্যের সেবায় কাজ করেন তাদের সাধুবাদ জানাচ্ছি। এসময় জেলা প্রশাসন সব সময় এরকম ভালো কজের পাশে থাকবে বলে জানান।


আরও পড়ুন:  ভালো সংবাদ পরিবেশনের জন্য প্রয়োজন ভালো পরিবেশ: ঢাকা জেলা প্রশাসক


এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ঢাকার উপপরিচালক মো. রফিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) পারভেজ আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: শিবলী সাদিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটএ কে এম হেদায়েতুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার শাখাওয়াত জামিল সৈকিত ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তাগন সহকারী কমিশনার মো: শফিকুল ইসলাম।


জেবি/এসবি