ডিবি কার্যালয়ে হিরো আলম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৩


ডিবি কার্যালয়ে হিরো আলম
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের দিন হামলার ঘটনায় হামলাকারীদের শনাক্তে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন (হিরো আলম)।


বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে উপস্থিত হন তিনি।


হিরো আলম জানান, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন তার ওপর যারা হামলা করেছে, তাদের শনাক্ত করতে তিনি ডিবি কার্যালয়ে গেছেন। একই সঙ্গে তিনি ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।


আরও পড়ুন: হিরো আলমকে মারধর: বিভাগীয় তদন্ত কমিশন গঠন করছে ইসি


এর আগে সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে একদল লোক হিরো আলমকে মারধর করেন। পরে তাকে চিকিৎসার জন্য রামপুরার বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয়। এরপর সন্ধ্যায় ভোট প্রত্যাখ্যানের ঘোষণা করেন হিরো আলম। একই সঙ্গে তিনি এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবেন না বলে জানান।


আরও পড়ুন: হিরো আলমের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী


হিরো আলমের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করে রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করা হয়। এই মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।


জেবি/এসবি