প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৩


প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা
ছবি: জনবাণী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জামালপুরের সরিষাবাড়ীতে মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (২১ জুলাই) বিকাল ৪ টায় উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে রৌহা নান্দিনা চুনিয়াপটল উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। 


সভায় ২ সহস্রাধিক নেতাকর্মীরা অংশ নেয়। বীরমুক্তিযোদ্ধা মুছা মেলেটারীর সভাপতিত্বে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ১৪১ জামালপুর সরিষাবাড়ী আসনের নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল প্রধান অতিথির  বক্তব্য রাখেন । 


এ ছাড়াও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ  সম্পাদক মামুন অর রশীদ, যুগ্ম সাধারণ মো. স্বপন, আর এন সি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইয়াকুব আলী, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোতালেব চান মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাজাহান, বীর মুক্তিযোদ্ধা আকবর , সাতপোয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বিদ্যুৎ প্রমুখ বক্তব্য রাখেন। 


আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরিষাবাড়ীতে মতবিনিময় সভা


এ সময় বীর মুক্তিযোদ্ধা মো. দুদু ফকির, বীর মুক্তিযোদ্ধা দুলু উজ্জামান,বীর মুক্তিযোদ্ধা  সুরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আয়েজ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি মাহবুবুল আলম মঞ্জু, প্রচার সম্পাদক বাদল ফকির,  উপজেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক ইয়াসিন আলম শিপন, সাবেক ছাত্রলীগ নেতা আ. রাজ্জাক, গোলাম রব্বানী, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি লাল চান মেম্বার, ইউপি সদস্য রিপন,  ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন মাষ্টার, সাতপোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাসিম আহমেদ, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল ফকির, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজান মন্ডল, ইউপি সদস্য রিপন, রেজাউল করিম, মিলন সরকার সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগ, যুবলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


মতবিনিময় সভা শেষে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি  সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 


জেবি/ আরএইচ/