কালীমূর্তি ও শিবলিঙ্গ ভাঙচুর, ছোট দুধপাতিলে উত্তেজনা


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:১৯ পূর্বাহ্ন, ২২শে জুলাই ২০২৩


কালীমূর্তি ও শিবলিঙ্গ ভাঙচুর, ছোট দুধপাতিলে উত্তেজনা
শ্মশানের কালীমূর্তি ও শিবলিঙ্গ ভাঙচুর

এবার শিলচরে মন্দিরের প্রতিমা ভাঙচুরের চাঞ্চল্যকর ঘটনার খবর পাওয়া গেছে। জানা যায়, আসামের শিলচর শহর সংলগ্ন ছোট দুধপাতিল এলাকায় এ ঘটনাটি ঘটে।  


বৃহস্পতিবার (২০ জুলাই ) রাতে। শ্মশানের কালীমূর্তি ও শিবলিঙ্গ ভাঙচুর এবং সন্ন‍্যাসীবাড়ি ভাঙচুর সহ মন্দিরের জিনিসপত্র পুকুরে ফেলে দেয় দুস্কৃতীর দল। 


শুক্রবার (২১ জুলাই ) সকালে নজরে পড়লে এক উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান কাছাড়জেলার অতিরিক্ত পুলিশ সুপার। উপস্থিত হয়েছেন সদর থানার ওসি, ম‍্যাজিস্ট্রেট। 


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও চাপা উত্তেজনা বিরাজ করছে এলাকায়। স্থানীয়রা কাছাড় পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে দুস্কৃতীদের গ্রেফতারের জোরালো দাবি জানিয়েছেন। 


শীঘ্রই গ্রেফতার না করলে আগামীদিনে গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলতে বাধ‍্য হবেন বলে স্পষ্ট জানিয়েছেন।