Logo

যে কারণে হিরো আলমকে নিরাপত্তা দেওয়া হয়নি, জানালেন ডিএমপি কমিশনার

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুলাই, ২০২৩, ০৩:০৭
43Shares
যে কারণে হিরো আলমকে নিরাপত্তা দেওয়া হয়নি, জানালেন ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

রপরও আমরা বিষয়টি তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।

বিজ্ঞাপন

একই কেন্দ্রে দ্বিতীয়বার যাওয়ায় ঢাকা ১৭ আসনের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নিরাপত্তা দেওয়া যায়নি বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, তিনি কেন্দ্রের বাইরে হামলার শিকার হয়েছেন। তারপরও আমরা বিষয়টি তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার চেষ্টা করছি। 

শনিবার (২২ জুলাই) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার বলেন, “কেন্দ্রে সমস্যা হওয়ার কারণে হিরো আলমসহ তার কর্মীদের বের করে দেওয়া হয়েছিল। হিরো আলম কেন্দ্রের বাইরে দুষ্কৃতকারীদের দ্বারা হামলার শিকার হয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হচ্ছে।”

বিজ্ঞাপন

ব্যবসায়ীদের নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্ন তিনি বলেন, “পুলিশ ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে সর্বদা তৎপর। গেল ১৫ বছর ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। করোনাভাইরাসের সময় কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। তবে তা এখন কেটে গেছে। ব্যবসায়ীদের ওপর কোনো ধরনের জুলুম যেন না হয় সেটি আমরা দেখবো। সেভাবেই তৎপরতা অব্যাহত আছে। মাস্তান সন্ত্রাসী কোন দলের সেটি বিবেচনা করা হয় না। সে একজন অপরাধী, তার বিরুদ্ধে পুলিশ সেভাবেই ব্যবস্থা গ্রহণ করেছে। প্রয়োজনে ব্যবসায়ীরাও জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে দ্রুত পুলিশের সহযোগিতা নিতে পারে।” 

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD