নির্বাচনে এসে নিজেদের ভাগ্য পরীক্ষা করুন: মতিয়া চৌধুরী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৩

জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, এনপিকে বলব, কিছুদিন পরে নির্বাচন, ট্রাই ইউর লাক, আসেন ভাগ্য পরীক্ষা করেন। নির্বাচনে এসে নিজেদের ভাগ্য পরীক্ষা করুন। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি আজও শান্তি বিনষ্ট করার জন্য নতুন করে ষড়যন্ত্র করছে।
শনিবার (২২ জুলাই) রাজধানীতে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, “মুরব্বিদের ভরসা করে লাভ নেই, কেউ জামিনদার হবে না। তারা নিজেরাই অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত।”
আরও পড়ুন: এক দফা না মানলে ফয়সালা রাজপথে: মির্জা ফখরুল
তিনি আরও বলেন, “আমাদের যারা সমালোচনা করেন তারা দেখেন, পৃথিবীর কয়টা দেশে প্রথমদিনেই ছাত্রদের বই দেওয়া হয়। লাল-সবুজের ঘরে গৃহহীন, আশ্রয়হীন মানুষের জন্যে ঘর তুলে দিয়েছেন। তরুণদের জন্যে অবারিত দাঁড় খুলে দিয়েছেন।”
আরও পড়ুন: বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হারবে: কাদের
মতিয়া চৌধুরী বলেন, “আএখন বাংলাদেশে সেকেন্ড হ্যান্ড কাপড় পাওয়া যায় না। রোজার ঈদের সময়ও গরিব মানুষদের দেওয়ার জন্যে কেউ সেকেন্ড হ্যান্ড কাপড় দেয় না, নতুন কাপড় দেয়।”
জাতীয় সংসদের উপনেতা বলেন, “শেখ হাসিনার পরিচয় এখন 'স্টার অব দ্য ইস্ট'। জিয়াউর রহমান যেদিন তারই লোকেদের হাতে নিহত হন, সেদিন বাংলাদেশে কারফিউ ছিল।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে কুষ্টিয়ায় এনসিপির কর্মসূচি শুরু

আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু

দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি: সালাহউদ্দিন

ফ্যাসিবাদের দেখেও যাদের শিক্ষা হয়নি তাদের পরিণতিও একই হবে: নাহিদ
