চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৩
‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (২৩ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ডিসির কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট একেএম গালিভ খাঁন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিধবা প্রতিবন্ধীদের মাঝে খাদ্য বস্ত্র বিতরণ
এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহীদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, সিভিল সার্জন ড. মাহমুদুর রশিদ, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, জেলা মৎস্য কর্মকতা মাহবুবুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শহীদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, সহকারী কমিশনার ভূমি (সদর) নাঈমা খান, শিবগঞ্জ সহকারী কমিশনার ভুমি জুবায়ের হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী।
দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
জেবি/ আরএইচ/