দেশে ২১ দিনে এলো ১৪২ কোটি ডলার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৩
চলতি বছরের জুলাইয়ের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৪২ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার।
রবিবার (২৩ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যে এ বিষয়ে জানানো হয়।
আরও পড়ুন: দেশে সব পণ্যের দাম নির্ধারণ করে ট্যারিফ কমিশন বললেন বাণিজ্যমন্ত্রী
হালনাগাদ তথ্যে বলা হয়, “২০২৩-২৪ অর্থবছরের জুলাই মাসের প্রথম ২১ দিনে ১৪২ কোটি ৬৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার ডলার।”
আরও পড়ুন: আইএমএফের হিসাবে রিজার্ভ এখন সাড়ে ২৩ বিলিয়ন ডলার
এতে আরও বলা হয়, “আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৯৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১১৯ কোটি ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স।”
জেবি/এসবি