ইসি নয়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে: ফকরুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা একটা নিয়েই যে, নির্বাচনকালীন সরকারটা কারা থাকবে। যদি আওয়ামী লীগ সরকারে থাকে নিশ্চিন্তে থাকতে পারেন- কোনো নির্বাচন হবে না। কারণ তারা তাদের মতো করেই একই কায়দায় নির্বাচন করার চেষ্টা করবে। আমরা বসে বসে দেখবো। আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করবো না।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে কেরানীগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের একমাত্র দাবি, নির্বাচন কমিশন নয়, সার্চ কমিটি নয়, তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এই সরকারকে পদত্যাগ করতে হবে। ওই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন তৈরি করে নিরেপক্ষ নির্বাচন করে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরো বলেন, সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানকে আজ্ঞাবহ করেছে। তিনি আরো বলেন, সমাজটাকে তারা ধ্বংস করে দিয়েছে। সমাজে তারা বিভাজন সৃষ্টি করে দিয়েছে।
বেকারদের চাকরি না পাওয়া নিয়েও কথা বলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘চাকরি পাবেন না, যদি আপনার আওয়ামী লীগের ছাপ না থাকে। পাওয়ারও কোনো উপায় নেই। ’
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

১৫ বছর যে নেতাকর্মীদের জন্য লড়াই করলাম, তারাই আজ ধাক্কা দেয়: রুমিন

এনসিপির মাদারীপুর জেলা সমন্বয় কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

প্রশাসনে লুকিয়ে থাকা ফ্যাসিবাদীরা সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে: রিজভী

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক
