Logo

নাটোরে যুবলীগ নেতার কব্জি কাটলো প্রতিপক্ষ

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুলাই, ২০২৩, ২১:৫৪
38Shares
নাটোরে যুবলীগ নেতার কব্জি কাটলো প্রতিপক্ষ
ছবি: সংগৃহীত

মিঠুন ও তার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার জের ধরে মিঠুন আক্রান্ত হন

বিজ্ঞাপন

নাটোরের আওয়ামী লীগ নেতা নান্নু শেখকে কুপিয়ে জখম করার জেরে অভিযুক্ত যুবলীগ নেতা মিঠুন আলীর উপর একই কায়দায় হামলা করে হাতের কব্জি কেটে নিয়েছে প্রতিপক্ষ।

রবিবার (২৩ জুলাই) রাত পৌনে ১০টার দিকে শহরের বলাড়ীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

তিনি শহরের ভবানীগঞ্জ মহল্লার মৃত শাহাবুদ্দিন আলীর ছেলে। মিথুন ৩ নম্বর পৌর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে দাবি করেছে দলটি।

বিজ্ঞাপন

স্থানীয় আওয়ামী লীগ নেতা নান্নু শেখের সঙ্গে যুবলীগ নেতা মিঠুন আলীর বিরোধ চলে আসছিল। গত ১৬ এপ্রিল নান্নু শেখকে কুপিয়ে জখম করা হয়। তখন মিঠুন ও তার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তার জের ধরে মিঠুন আক্রান্ত হন।

বিজ্ঞাপন

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, মিঠুন আলীর ডান হাতের কব্জি কেটে নেয়া হয়। তাকে রক্ষা করতে গিয়ে তার তিন সমর্থক আহত হয়েছেন। মিঠুন আলীকে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মিঠুনের উপর হামলায় যারা জড়িত, তাদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে।

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD