যুক্তরাষ্ট্রে কমছে গরুর সংখ্যা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৩


যুক্তরাষ্ট্রে কমছে গরুর সংখ্যা
ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৭১ সালের পর গরুর সংখ্যা সর্বনিম্নে পৌঁছেছে। সম্প্রতি প্রকাশিত সরকারি তথ্যে দেখা গেছে, ৫২ বছরের মধ্যে দেশটির কৃষকরা সবচেয়ে কম সংখ্যক গরু লালন-পালন করছেন।


বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, খরার কারণে পশুপালকরা বিপাকে পড়েছেন। গরুর সংখ্যা কমে যাওয়ায় স্টেক বা হ্যামবার্গারের মতো গরুর মাংস ব্যবহৃত পণ্যগুলোর দাম বেড়েছে। খরচ বেড়েছে গরুর মাংসের ক্রেতাদের।


আরও পড়ুন: মানুষ ভালোবেসে আমার নামে গরুর নাম রাখে: হিরো আলম


মার্কিন কৃষি বিভাগ একটি দ্বিবার্ষিক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রে গত ১ জুলাই পর্যন্ত ২৯.৪ মিলিয়ন মাংসের গরু ছিল। এটি এক বছরের তুলনায় ২.৬ শতাংশ কম। এই সংখ্যা ৫২ বছর আগে রেকর্ড রাখা শুরু করার পর থেকে সর্বনিম্ন।


যুক্তরাষ্ট্রের এই বছরের শুরুতে মাংসের গরুর সংখ্যা ১৯৬২ সালের পর থেকে সর্বনিম্ন ছিল। ওই বছর যুক্তরাষ্ট্রে গরুর সংখ্যা ছিল ২৮.৯২৮ মিলিয়ন।


খবরে বলা হয়েছে, শুষ্ক আবহাওয়ার কারণে চারণভূমি কমে যাওয়ায় গরু পালনের সংখ্যা কমিয়ে দিচ্ছেন কৃষকরা।


জেবি/ আরএইচ/