অ্যাশেজ: শেষ টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০:৪৮ এএম, ২৫শে জুলাই ২০২৩


অ্যাশেজ: শেষ টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা
ছবি: সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্মানের স্মারক অ্যাশেজ সিরিজ হাতছাড়া হয়েছে ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকার পর তৃতীয় ম্যাচ জয়ের লড়াইয়ে ফিরেছিল ইংলিশরা। চতুর্থ ম্যাচেও জয়ের পথে ছিলেন তারা। কিন্তু বেরসিক বৃষ্টির বাগড়ায় পঞ্চম দিনে বল মাঠে না গড়ানোয় ইংল্যান্ডের অ্যাশেজ পুনরুদ্ধারের মিশন ব্যর্থ হয়।


৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচ জিতলেও সিরিজ ২-২ সমতায় থাকবে। কিন্তু আগের অ্যাশেজ অস্ট্রেলিয়া জেতায় তাদের কাছেই থাকবে শিরোপা। সাসেক্সের কিয়া ওভাল মাঠে ২৭ জুলাই থেকে শুরু হবে দুই দলের শেষ টেস্ট।


আরও পড়ুন: প্রথম ম্যাচেই ইতালির কাছে আর্জেন্টিনা হার


পঞ্চম ও শেষ টেস্টের জন্য সোমবার (২৪ জুলাই) ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ঘোষিত দলে কোনো পরিবর্তন আনেননি তারা। চতুর্থ দলের স্কোয়াড নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।


আরও পড়ুন: লঙ্কা প্রিমিয়ার লিগে ডাক পেয়েছেন তাওহিদ হৃদয়


ইংল্যান্ডের শেষ টেস্টের স্কোয়াড:

বেন স্টোকস, মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, ওলি রবিনসন, জো রুট, জশ টাং, ক্রিস ওকস ও মার্ক উড।


জেবি/এসবি