লেক থেকে বারাক ওবামার বাবুর্চির মরদেহ উদ্ধার


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩


লেক থেকে বারাক ওবামার বাবুর্চির মরদেহ উদ্ধার
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওবামার বাড়ির কাছের একটি লেকে মৃত অবস্থায় পড়ে ছিলেন। 


মঙ্গলবার (২৫ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


ম্যাসাচুসেটস স্টেট পুলিশ বলেছে, বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির (শেফ) নাম তাফারি ক্যাম্পবেল। তাকে ম্যাসাচুসেটসের এডগারটাউন গ্রেট লেক থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।


আরও পড়ুন: ভারত ভাগ হয়ে যেতে পারে: বারাক ওবামা


যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে ২০১৬ সালে হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পরেও ওবামার পরিবারে শেফ হিসেবে কাজ করতেন ৪৫ বছর বয়সী ক্যাম্পবেল।


বারাক ওবামা এক বিবৃতিতে বলেছেন, তাফারি ক্যাম্পবেল আমাদের পরিবারের অংশ ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সৃজনশীল ও খাদ্য সম্পর্কে উৎসাহী এক ব্যক্তি। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ক্যাম্পবেল আমাদের জীবনকে আনন্দমুখর করে রাখতেন। তাই হোয়াইট হাউস ছাড়ার পরেও আমরা তাকে আমাদের সঙ্গে থাকার প্রস্তাব দিয়েছিলাম। তিনি আমাদের সঙ্গে থাকতে রাজি হয়েছিলেন। তারপর থেকে আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছিলেন ক্যাম্পবেল। তার আকস্মিক মৃত্যুতে আমাদের হৃদয় ভেঙে গেছে।


ওবামা আরও জানান, ক্যাম্পবেলের স্ত্রী ও যমজ ছেলে রয়েছে।


জেবি/ আরএইচ/