ইংরেজি না বলেও পৃথিবী জয় করছে জাপান-চীন-রাশিয়া: পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পরিকল্পনামন্ত্রী
এম এ মান্নান বলেছেন, ভাষার ব্যবহারের ক্ষেত্রে কেন বাংলা ভাষা প্রাধান্য পাবে না।
আমি এটা বুঝি না। চায়না-জাপান- রাশিয়া কয়টা ইংরেজি বলে। তারা ইংরেজি না বলেও পাহাড়
সমুদ্রসহ পৃথিবীর সবকিছু জয় করছে।
রবিবার
(২৭ ফেব্রুয়ারি) নগরীর পরিসংখ্যান ভবনের মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উপলক্ষে
এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী
বলেন, ভাষার ব্যবহার বাংলায় হতে হবে। কেন ইংরেজি ভাষার প্রাধান্য হতে হবে? জাপান-রাশিয়া-চীন
কয়টা ইংরেজি বলে। ইংরেজি ভাষায় কথা না বলেও পাহাড় সমুদ্রসহ পৃথিবীর সবকিছু জয় করছে
রাশিয়া-চীন। কেউ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইংরেজি ছাড়া চলে না। ইংরেজি ভাষার ৭০ ভাগ
শব্দ ল্যাটিন। ইংরেজি ভাষা পরের ওপর নির্ভরশীল।
তিনি
আরও বলেন, আমরা চাপ অব্যাহত রাখবো বাংলা প্রচলনে।
মন্ত্রী
বলেন, দিন দিন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) গুরুত্ব বাড়ছে। পরবর্তীতে ডাটাই
হবে বড় দানব। দানব সম্পদও দিতে পারে হত্যাও করতে পারে। আমি গ্রামের হাটে বাজারে গিয়ে
মানুষের সঙ্গে কথা বলি তারা খবর রাখে। তারা জানতে চায়। পরিচ্ছন্ন ডাটা অনেক গুরুত্বপূর্ণ।
গতকালের ডাটা আজকে চলবে না। এখন কম্পিউটার আছে এক মিলি সেকেন্ডে অনেক ডাটা প্রসেসিং
করা যায়। তিন চার বছরের আগের ডাটা গ্রহণযোগ্য নয়। তথ্যের ক্ষেত্রে সময় অনেক গুরুত্বপূর্ণ।
সময়ের তথ্য সময়ে দেওয়া প্রয়োজন।
পরিসংখ্যান
ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিবিএস
মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম।
ওআ/