বাংলামোটর মোড়ে অবস্থান নিয়েছে নুরের দল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:১২ পিএম, ২৫শে জুলাই ২০২৩


বাংলামোটর মোড়ে অবস্থান নিয়েছে নুরের দল
ছবিটি রাজধানীর বাংলামোটর মোড় থেকে তোলা। জনবাণী

আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করতে মিছিল নিয়ে যাওয়ার পথে পুলিশের বাধায় বাংলামোটর মোড়ে অবস্থান নিয়েছেন নুরুল হক নুরের নেতৃত্বধীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। 


মঙ্গলবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১২টায় রাজধানীর বিজয় নগর কালভার্ট রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে রওনা দেন নেতাকর্মীরা। মিছিলটি পল্টন, জিরো পয়েন্ট, মৎস্যভবন, শাহবাগ হয়ে বাংলামোটর মোড়ে পৌঁছালে পুলিশ আটকে দেয়।


পুলিশের বাধায় বর্তমানে বাংলামোটর মোড়ে সড়কে অবস্থান নিয়েছেন নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। 


আরও পড়ুন: গণঅধিকার পরিষদের কার্যালয়ে তালা


নুরুল হক নুর বলেন, আপনার যারা ইসি কার্যালয় ঘেরাও করতে এসেছেন তারা এখানে বসে পড়েন।   


এদিকে নুরের দলের নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশের ব্যাপক উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে।


জেবি/ আরএইচ/