Logo

গণঅধিকার পরিষদের কার্যালয়ে তালা

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুলাই, ২০২৩, ২৩:৩১
25Shares
গণঅধিকার পরিষদের কার্যালয়ে তালা
ছবি: সংগৃহীত

Noor's followers are scheduled to hold a press conference in front of the office at 1 pm on Thursday

বিজ্ঞাপন

রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন ফ্ল্যাট মালিক মিয়া মশিউজ্জামান। 

এতে বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল থেকে নুরুল হক নুরের অনুসারীরা দলটির কার্যালয়ে প্রবেশ করতে পারছেন না। 

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দুপুর ১টায় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করার কথা নুরের অনুসারীদের।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, ‘কার্যালয়ের তালা ভেঙে কলাপসিবল গেট লাগিয়েছে। দল নিবন্ধনের সব ডকুমেন্টসহ জরুরি কাগজপত্র নিয়ে গেছে তারা।’

তবে ফ্ল্যাট মালিক মশিউজ্জামানের দাবি, নুরের অনুসারীদের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তাকে এমন পদক্ষেপ নিতে হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে প্রীতম জামান টাওয়ারের ষষ্ঠ তলায় গণঅধিকার পরিষদের কার্যালয়। এই ফ্ল্যাটের মালিকানা অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামানের। তিনি গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও রেজা কিবরিয়া অনুসারী।

জানতে চাইলে মিয়া মশিউজ্জামান জানান, ‘ফ্ল্যাট ছেড়ে দিতে নুরদের অনুরোধ করেছি, নোটিশ দিয়েছি। তারা কোনো কিছুর তোয়াক্কা না করে গায়ের জোরে থাকতে চায়। তাই আজ সকালে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, নুরের অনুসারীরা ক্রমেই প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠছে। ফ্ল্যাটে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমাকে এই পদক্ষেপ নিতে হয়েছে। 

বিজ্ঞাপন

জরুরি কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেন মশিউজ্জামান।

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD