গণঅধিকার পরিষদ কার্যালয়ের বিদ্যুৎ মিটার খুলে নিয়ে যাওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৩৪ পিএম, ১৭ই জুলাই ২০২৩

নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (১৭ জুলাই) সকাল থেকে দলটির কার্যালয়ে বিদ্যুতের কোনো সংযোগ নেই।
দলটির অভিযোগ, রবিবার (১৬ জুলাই) রাতে পুরানা পল্টনের জামান টাওয়ারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে যাওয়ার সময় বিদ্যুতের সংযোগ ছিল। কিন্তু সোমবার সকাল থেকে কার্যালয়ে বিদ্যুৎ নেই। পরে দেখা গেছে, বিদ্যুতের মিটারও খুলে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: গণঅধিকার পরিষদের নেতৃত্বে নুর-রাশেদ
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জানান, আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের বিদ্যুতের মিটার খুলে নেওয়া হয়েছে। যাদের আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করি, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু তারা বলছেন, তারা মিটার খুলে নেননি। ফলে কে বা কারা এ কাজ করেছে তা আমরা এখনও জানি না।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে বিএনপি অঙ্গীকারবদ্ধ: তারেক রহমান

বাকশালের পরিবর্তে জিয়াউর রহমান গণতন্ত্র এনেছিলেন: নজরুল ইসলাম

ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না: প্রেস সচিব

‘কারাগারে খালেদা জিয়ার নির্যাতনকারীদের বিচার করতে হবে’
