হিরো আলমকে নি‌য়ে বিবৃতি দিয়ে ১৩ দূতাবাস বিপাকে, তলব করল সরকার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:০৮ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩


হিরো আলমকে নি‌য়ে বিবৃতি দিয়ে ১৩ দূতাবাস বিপাকে, তলব করল সরকার
ফাইল ছবি

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে বিতর্কিত প্রার্থী কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া ১২ প‌শ্চিমা মিশ‌নের দূত‌কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


আগামীকাল বুধবার (২৫ জুলাই) তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।


ঢাকার এক‌টি কূট‌নৈ‌তিক সূত্র জানায়, হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া ১২ প‌শ্চিমা মিশ‌নের দূত‌কে কূট‌নৈ‌তিক প‌ত্রের মাধ‌্যমে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হ‌য়ে‌ছে। 


ঢাকা-১৭ আসনে নির্বাচনের দিন শেষ দিকে এসে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে হিরো আলমকে মারধর করে কয়েকজন। মারধরের হাত থেকে বাঁচতে হিরো আলমকে দৌড়ে পালাতে হয়। 


এ ঘটনার নিন্দা জা‌নি‌য়ে বিবৃতি দেয় ঢাকায় প‌শ্চিমা মিশনগু‌লো। টুইট করে উদ্বেগ জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গো‌য়েন লুইসও। 


আরও পড়ুন: হিরো আলমকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকিদাতা গ্রেফতার


এদিকে এসব নিয়ে আলোচনার মধ্যেই গতকাল রাজধানীর হাতিরঝিল থানায় একটি জিডি করেন হিরো আলম।  সেখানে তিনি অভিযোগ করেন- তাকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হত্যার পর বস্তায় ভরে লাশ বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকির কথাও জানান তিনি। 


এই জিডি হওয়ার পর আজ সিলেট থেকে ওই হুমকিদাতাকে গ্রেফতার করেছে পুলিশ।  


জেবি/ আরএইচ/