হিরো আলমকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকিদাতা গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩
হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকিদাতা আবু আহমেদ নামের এক যুবককে শনাক্তের পর গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে ডিএমপির তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা পুলিশের একটি দল আবু আহমেদকে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে গ্রেফতার করে।
হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন জানান, আবু আহমেদকে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
আরও পড়ুন: হিরো আলমকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়ার হুমকি
এর আগে সোমবার রাতে অপরিচিত একটি নম্বর থেকে হিরো আলমকে ফোন করে হত্যার পর বস্তায় ভরে বুড়িগঙ্গায় লাশ ভাসিয়ে দেওয়া হুমকি দেওয়া হয়।
নিজের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে রাতেই রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন হিরো আলম।
জেবি/ আরএইচ/