হিরো আলমের পুনর্নির্বাচনের দাবি নাকচ, ঢাকা-১৭ গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:০০ পূর্বাহ্ন, ২৬শে জুলাই ২০২৩
ঢাকা-১৭ আসনের ভোটে কারচুপির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী কনটেন্ট ক্রেটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সেই দাবি নাকচ করে দিয়ে দুই দিনের মাথায় নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)
মঙ্গলবার (২৫ জুলাই) ইসি সচিব মো. জাহাংগীর আলমের স্বাক্ষরে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের নামে গেজেট প্রকাশ করা হয়।
আরও পড়ুন: হিরো আলমকে নিয়ে বিবৃতি দিয়ে ১৩ দূতাবাস বিপাকে, তলব করল সরকার
এর আগে গেল ১৭ জুলাই অনুষ্ঠিত এই উপ-নির্বাচনের একেবারে শেষ বেলায় এসে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে হিরো আলম মারধরের শিকার হন।ওইদিন তিনি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুললেও আর ভোট করবেন না বলে এক প্রতিক্রিয়ায় জানান। পরে ২৩ জুলাই হিরো আলম ইসিতে গিয়ে পুনর্নির্বাচনের দাবি জানান। একইসঙ্গে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা না নিলে তিনি হাইকোর্টে যাবেন বলে সাংবাদিকদের জানান।
জেবি/এসবি