রাতভর অভিযান, বিএনপির কয়েকশ নেতাকর্মী আটক বললেন রিজভী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ মহাসমাবেশে যোগ দিতে আসা কয়েকশ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার (২৭ জুলাই) এক বার্তায় এ কথা বলেন।
বার্তায় রুহুল কবির রিজভী বলেন, মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের গ্রেফতারের জন্য হোটেল, মেস ও বাসাবাড়িতে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। প্রতিনিয়ত আমরা গ্রেফতারের খবর পাচ্ছি। এখন পর্যন্ত গ্রেফতারের প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না। তবে কয়েকশ ছাড়িয়েছে।’
‘এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ঢাকা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মীর আশরাফ আলী ও তার ছেলে ব্যারিস্টার মুনতাহা আলীকে গতকাল রাতে তাদের বাসা থেকে পুলিশ গ্রেফতার করেছে’ বলে জানিয়েছেন রিজভী।
আরও পড়ুন: ২৭ জুলাইয়ের মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ বললেন রিজভী
তিনি জানান, ‘গ্রেফতারের সময় আশরাফ আলী দুই পা ভাঙাসহ গুরুতর আহত হন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘মহাসমাবেশে যোগ দিতে আসা ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলসহ দুই শতাধিক নেতাকর্মীকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশের বিভিন্ন ইউনিট।
নয়াপল্টনের কাছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে মিডওয়ে হোটেল ও ভিক্টোরিয়া হোটেলেও অভিযান চালায় পুলিশ।’
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে কুষ্টিয়ায় এনসিপির কর্মসূচি শুরু

আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু

দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি: সালাহউদ্দিন

ফ্যাসিবাদের দেখেও যাদের শিক্ষা হয়নি তাদের পরিণতিও একই হবে: নাহিদ
