সমাবেশের অনুমতি পেয়ে নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩


সমাবেশের অনুমতি পেয়ে নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

বিএনপিকে শুক্রবার নয়া পল্টনে মহাসমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অনুমতির খবর শোনার পর পরই নয়াপল্টনে আসতে থাকে নেতাকর্মীরা। ফলে চাঙ্গা হয়ে উঠেছে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশ।


বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল থেকে সরেজমিনে দেখা যায়, পার্টি অফিসের সামনে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে নেতাকর্মীরা আসলে তাদেরকে সরিয়ে দিতে দেখা গেছে। তবে যান চলাচলে কোনো বিঘ্ন দেখা যায়নি।


এদিকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সারাদেশ থেকে অসংখ্য নেতাকর্মী ঢাকায় এসেছেন। সমাবেশ একদিন পিছিয়ে যাওয়ায় অনেক নেতাকর্মী তাদের তীর্থস্থান হিসেবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন। কেউ কেউ ছবি তুলছেন।


আরও পড়ুন: বিকেলে আ.লীগের তিন সংগঠনের জরুরি সংবাদ সম্মেলন


এরআগে দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকায় মহাসমাবেশ ঘিরে দলের নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রয়েছে এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নয়াপল্টনেই হবে বিএনপির মহাসমাবেশ।


এ সময় সারাদেশের নেতাকর্মীদের ওপর হামলা মামলা ও গ্রেফতার নির্যাতনের চিত্র তুলে ধরে রিজভী বলেন, এখন পর্যন্ত পাঁচশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী।


জেবি/ আরএইচ