আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার চেষ্টা হবে: নতুন সিইসি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার চেষ্টা হবে: নতুন সিইসি

 আগামীতে সুষ্ঠু নির্বাচন এবং সবার সহযোগিতা পাওয়ার বিষয়ে সদ্য শপথ নেওয়া নির্বাচন কমিশন (ইসি) 'অত্যন্ত আশাবাদী' বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, ‘নির্বাচন সব সময় একটি চ্যালেঞ্জ, আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, সাংবিধানিক যে বাধ্যবাধকতা রয়েছে, আজকে আমরা শপথ গ্রহণ করেছি। শপথ গ্রহণ করার পরেই কিন্তু কার্যত আমরা পদে অধিষ্ঠিত হয়ে থাকি। এই মুহূর্তে আমরা প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার। আমাদের উপর দায়িত্ব আরোপিত হয়ে গেছে। তারপরও আরেকটা সত্য যে এখনো আমাদের বাস্তব দায়িত্ব কর্মস্থলে গিয়ে গ্রহণ করিনি। আগামীকাল আমরা আমাদের কর্মস্থলে যাব। তারপর আমাদের সহকর্মীদের নিয়ে আলাপ আলোচনা করবো।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী আমাদের উপর কি কি দায়িত্ব আরোপিত হয়েছে, সেগুলো জানবো। ভবিষ্যতে সে দায়িত্ব কীভাবে পালন করবো ঠিক এই মুহূর্তে বলতে পারবো না। আগামীতে আমরা আরও জেনে বলতে পারবো।

এর আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের (ইসি) শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

ওআ/