নয়াপল্টন অভিমুখে জনতার স্রোত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ২৮শে জুলাই ২০২৩

সরকার পতনের একদফা দাবিতে ডাকা বিএনপির মহাসমাবেশে অংশ নিতে গতকাল সন্ধ্যা থেকেই নয়াপল্টনে আসছে নেতাকর্মীরা। রাতভর তা অব্যাহত ছিল। রাতে নয়াপল্টনের অন্তত ২০ স্থানে রান্না করা হয়েছে খিচুরি।
সেগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের খাওয়ানো হয়।
আরও পড়ুন: বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মহাসড়কে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
শুক্রবার (২৮ জুলাই) সকাল ৮টায় সরজমিনে দেখা গেছে, বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা নয়াপল্টনে আসছে। ইতিমধ্যে পরিপূর্ণ বিজয়নগর থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত।
এদিকে, ঢাকার বিভিন্ন প্রবেশমুখে পুলিশী বাধার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। তারা অভিযোগ করেছেন, যারা বাস রিজার্ভ করে সমাবেশস্থলে আসছিলেন তাদের ঢুকতে দেওয়া হয়নি। এরপর নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে, কৌশল করে নয়াপল্টনে আসছেন।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কিছু গণমাধ্যম দুর্নীতিবাজদের ফেরেশতা বানায়, সৎদের হেনস্তা করে: হাসনাত

শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে কুষ্টিয়ায় এনসিপির কর্মসূচি শুরু

আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু

দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি: সালাহউদ্দিন
