গয়েশ্বর রায়কে পল্টনে পৌঁছে দিলো পুলিশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৩
অবস্থান কর্মসূচি থেকে আহত অবস্থায় ‘আটক’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে পল্টনে বিএনপির অফিসে পৌঁছে দিয়েছে পুলিশ।
এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছিলেন ডিবি কার্যালয় থেকে ডিবির গাড়িতে করে তার বাসায় তাকে পৌঁছে দেয়া হচ্ছে।
শনিবার (২৯ জুলাই) বিকালে ডিবি গেটে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: ডিবি কার্যালয়ে গয়েশ্বর
ডিবি প্রধান বলেন, “বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে সংঘর্ষের সময় সেভ করা হয়। ওই সময়ও বিএনপির কর্মীরা ঢিল ছুঁড়তে থাকেন। তাকে সেভ করে ডিবি কার্যালয়ে আনা হয়। এরপর ডিবির গাড়িতে করে গয়েশ্বরের বাসায় পৌঁছে দেয়া হচ্ছে।”
জেবি/এসবি