জামালপুরে নবাগত পুলিশ সুপারের ৬০ দিনের ৮ কার্যক্রমের ঘোষণা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৩


জামালপুরে নবাগত পুলিশ সুপারের ৬০ দিনের ৮ কার্যক্রমের ঘোষণা
পুলিশ সুপার মো. কামরুজ্জামান

এম কাওছার সৌরভ: ৬০ দিনের ৮ কার্যক্রমের ঘোষণা নবাগত পুলিশ সুপারের জনবান্ধব পুলিশি সেবার মান জনগণের কাছে পৌছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশের ন্যায় জামালপুর  জেলার আইন-শৃঙ্খলা উন্নয়নে আগামী ৬০ দিনের পুলিশিং কার্যক্রম এবং ৮টি অঙ্গীকার নিয়ে মাঠে কাজ করার ঘোষণা দিয়েছেন জামালপুরের নবাগত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। 


শনিবার (২৯ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সাংবাদিক দের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। 


এ সময় নবাগত পুলিশ সুপার আগামী ৬০ দিনে ৮টি কার্যক্রম হাতে নিয়ে সেগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টক টু এসপি হট লাইন, মাদক, জুয়া,মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ, পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করন,ইভটিজিং ও নারী নির্যাতন পুলিশ বুলেটিন প্রকাশসহ অপরাধ দমনে শক্ত অবস্থানের কথা সাংবাদিকদের তুলে ধরেন। 


সভার শেষে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, জামালপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সিমা রানী সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকির হোসেন,দেওয়ানগন্জ সার্কেল সুমন কান্তিধর,জামালপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি হাফিজ রায়হান সাদা,সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, মডেল প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক শাহবুল আকন্দ সহ প্রমূখ কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


নবাগত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ২৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে যোগ দেন। তিনি এর আগে পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি (মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি উইং) এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ে এবং শেরপুর পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।এছাড়াও নতুন পুলিশ সুপার আরো বলেন জামালপুরে কর্মরত কোন সাংবাদিকের গায়ে কেউ হাত দিলে সেই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 


আরএক্স/