১০মিনিট রাস্তা অবরোধ করে বন্ধ আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৩


১০মিনিট রাস্তা অবরোধ করে বন্ধ আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি
আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি

সাইফুল ইসলাম তরফদার ময়মনসিংহ: ব্যস্ততম নগরী ময়মনসিংহের গাঙ্গিনারপাড় মোড়ে ১০মিনিটের জন্য রাস্তা অবরোধ করে বন্ধ আবাসিক গ্যাস সংযোগ চালুসহ ১১দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন নাগরিক নেতৃবৃন্দ। 


শনিবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবাসিক গ্যাস সংযোগ চালু,  ঢাকা-ময়মনসিংহ রেলপথে সকাল-বিকাল আরো দুই জোড়া আন্তঃনগর ট্রেন চালু, যানজট নিরসনে ত্রিশাল বাসস্ট্যান্ড স্থানান্তর, তিন হাজার শয্যা হাসপাতালসহ মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু, যথাযথ প্রক্রিয়ায় ব্রহ্মপুত্র নদ খনন, দ্রুত বিভাগীয় শহরের বাস্তবায়ন, শম্ভুগঞ্জ ব্রিজের টোল আদায় বন্ধসহ ১১দফা দাবিতে জেলা নাগরিক আন্দোলনের ব্যানারে কর্মসূচি পালিত হয়। সকাল ১১টা থেকে গাঙ্গিনারপাড় মোড়ে অবস্থান কর্মসূচি শুরু হয়ে চলে ৪০মিনিট। পরে ২০মিনিটের জন্য রাস্তা অবরোধ করা হয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে মানুষের ভোগান্তির কথা চিন্তা করে ১০মিনিটেই অবরোধ প্রত্যাহার করে নাগরিক নেতারা।


ঘণ্টাব্যাপী কর্মসুচিতে বক্তব্য রাখেন জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক নুরুল আমীন কালাম, সিপিবি সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, জাসদের অ্যাডভোকেট শিবির আহমেদ লিটন, গ্রাহক-গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশন জেলা কমিটির সহ-সভাপতি রমজান আলী খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আকন্দ প্রমুখ। কর্মসূচিতে নাগরিক নেতৃবৃন্দ ছাড়াও ভুক্তভোগি সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


গ্রাহক-গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশন জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আকন্দ বলেন, বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার ৫০হাজার গ্রাহক আবাসিক গ্যাস-সংযোগের জন্য প্রায় দুই কোটি টাকা সরকারের কোষাগারে জমা রেখেছে। দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেলেও বন্ধ সংযোগ সরকার চালু না করায় সাধারণ গ্রাহকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অচিরেই সংযোগ চালু করে গ্রাহকদের কাছ থেকে আমাদের দায়মুক্ত করা হোক।


জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমীন কালাম বলেন, আমাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। কিন্তু সরকার তা কর্ণপাত করছে না। আমরা সরকারকে বলতে চাই মানুষের ভোগান্তি নিরসন করে ময়মনসিংহকে নান্দনিক নগরীতে গড়ে তোলেন। অন্যথায় আমাদের আন্দোলন চলছে চলবেই।


আরএক্স/