পাকিস্তানে ইসলামিক দলের সম্মেলনে বিস্ফোরণ, নিহত ৩৫


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:৩২ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৩


পাকিস্তানে  ইসলামিক দলের সম্মেলনে বিস্ফোরণ, নিহত ৩৫
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি ইসলামিক দলের সম্মেলনে বিস্ফোরণে অন্তত ৩৫ জন মারা গেছেন।  এতে আহত হয়েছে আরও দুই শতাধিক।


রবিবার (৩০ জুলাই) বাজাউর জেলার খার তহসিলে জমিয়ত উলেমা ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর সম্মেলনে এ ঘটনা ঘটেছে। দেশটির সংবাদমাধ্যম ডন  এ খবর  জানিয়েছে।


পাকিস্তানের বাজাউর জেলা জরুরি কর্মকর্তা সাদ খান জানান, খারের জেইউআই-এফ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে মারা গেছেন। এছাড়া আহত ব্যক্তিদের পেশোয়ার এবং টাইমারেরার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।


আরও পড়ুন: গুজরাটে মহরমের শোভাযাত্রায় বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু


টেলিভিশনের বিভিন্ন ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজন ঘটনাস্থলে জড়ো হচ্ছেন এবং অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে।


এ ঘটনায় জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি সরকারের কাছে হামলার তদন্ত দাবি করেছেন।


আরও পড়ুন: আশুরার দিনে কারবালায় আগুন, নিহত ৮


দলের আরেক নেতা হামদুল্লাহ জানান, জেইউআই-এফ এর ওপর এটাই প্রথম হামলা নয়, এর আগেও তাদের ওপর এ ধরনের হামলা হয়েছে।


তিনি বললেন, “আমাদের কর্মীদের টার্গেট করার ঘটনা এর আগেও হয়েছে। আমরা পার্লামেন্টে এ নিয়ে আওয়াজ তুলেছি কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি।”


জেবি/এসবি