গোমতী নদীতে বিআইডব্লিউটিএ'র অবৈধ স্থাপনা উচ্ছেদ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:১৪ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৩


গোমতী নদীতে বিআইডব্লিউটিএ'র অবৈধ স্থাপনা উচ্ছেদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ

গোমতী নদীর তীর দখল করে গড়ে উঠা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলাধীন গোমতী ব্রীজ ও এর আশপাশের এলাকার ৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদসহ, চার লক্ষ টাকায় বালু নিলাম ও দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড  করেছে বিআইডব্লিউটিএ'র মেঘনাঘাট নদী বন্দর কর্তৃপক্ষ।


রবিবার (৩০ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। 


এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র মেঘনাঘাট নদী বন্দরের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম, ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

 

অভিযানের এ বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ'র মেঘনাঘাট নদী বন্দরের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম। তিনি বলেন,  এস্কেভেটর (ভেকু) দিয়ে অবৈধ ৬টি পাকা,আধা পাকা স্থাপনা, ২টি বাঁশের জেটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি নদীর জায়গায় বালু রাখার অপরাধে তা নিলামে চার লক্ষ টাকায় বিক্রি করা হয়। একই সময় নদীর জায়গায় বালু রাখার অপরাধে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থ দন্ড আদায় করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, নদী দখলদারদের বিরুদ্ধে আমাদের এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।


আরএক্স/