ক্রিকেটারদের চোখ, রক্তের পরীক্ষা ও ইসিজি হয়েছে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩
জাতীয় ক্রিকেট দলের আগামী ৮ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে স্কিল অনুশীলন। এর আগে আসছেন না কোচিং স্টাফের সদস্যরাও। জাতীয় দলের ক্যাম্পেও তাই খুব একটা তোড়জোর নেই। এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে বিসিবির চুক্তিবদ্ধ সব ক্রিকেটারকেই ডাকা হয়েছে ক্যাম্পের শুরুতে।
সোমবার (৩১ জুলাই) প্রথমদিনে মেডিকেল পরীক্ষাতেই সীমাবদ্ধ ছিল সেটি। এ দিন ২০ জন উপস্থিত ছিল। এর আগে কয়েকদিন দুয়েকজন ক্রিকেটারকে মিরপুরের একাডেমি মাঠে ব্যক্তিগত অনুশীলন করতে দেখা গেলেও এদিন ছিল না তেমন কিছু।
ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহিরয়ার নাফিস ক্যাম্প নিয়ে গণমাধ্যমকে জানান, “আমাদের চুক্তিবদ্ধ সব খেলোয়াড় এবং সম্প্রতি যারা জাতীয় দলের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে খেলেছে; তাদের সবাইকেই আসতে বলা হয়েছে। আজকের মূলত যে কাজটা, বেসিক মেডিকেল পরীক্ষা হবে। রক্ত, চোখ পরীক্ষা ও ইসিজি। মেডিকেল টেস্টগুলো আজকে করা হচ্ছে। আগামীকাল ও পরশু গ্রুপ করে করে হাড় ও মাসেলের কী অবস্থা এই পরীক্ষাগুলো করা হবে।”
আরও পড়ুন: কানাডা লিগে এবার আফিফ
“স্বাভাবিকভাবে এই পরীক্ষাগুলো আমরা বছরে একবার করার চেষ্টা করি। স্বাভাবিকভাবে যখন হাই পারফফরম্যান্সের ক্যাম্প শুরু হয়, তখন তারা করে। জাতীয় দলের ক্যাম্প যখন শুরু হয়, তখন তারা করে। টাইগার্সের ক্যাম্পে তারা করে। এবার সবগুলো একসঙ্গে করা হচ্ছে।”
এশিয়া কাপের এবারের আসর আগস্টের শেষদিকে শ্রীলঙ্কা ও পাকিস্তানে বসবে। এরপর ভারতে ওয়ানডে বিশ্বকাপ হবে অক্টোবরে। এই দুই টুর্নামেন্ট ঘিরেই বাংলাদেশের আছে বড় স্বপ্ন। এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্যই কি এবার বাড়তি সতর্কতা?
আরও পড়ুন: টাইগারদের ফিটনেস পরীক্ষা কবে, জানাল বিসিবি
শাহিরয়ার নাফিস বলেন, “বাড়তি সতর্কতা না। এটা রেগুলার প্রসিডিউর। এবার দৃশ্যমান হচ্ছে কারণ এগুলো সব একসঙ্গে করা হচ্ছে। বয়সভিত্তিক ক্রিকেটেও এগুলো নিয়মিত হয়। মেডিকেল বিভাগের সঙ্গে কথা হচ্ছিল, বছরে একবার হলে ভালো; দু বছরে হলেও সমস্যা নেই।”
জেবি/এসবি