ডেঙ্গুতে একদিনে ৪ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২৬৯৪
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩
সারাদেশে একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৫১ জনের। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৯৪ জন রোগী।
সোমবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: জুনের চেয়ে ৭ গুণ ডেঙ্গু বেড়েছে জুলাইয়ে
প্রতিবেদনে বলা হয়, একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৯৪ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ হাজার ১৬৮ জন ও ঢাকার বাইরের ১ হাজার ৫২৬ জন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২২০২
এ বছর ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৮৩২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৯ হাজার ২০০ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২২ হাজার ৬৩২ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ১৯৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৩ হাজার ৯৯৩ জন এবং ঢাকার বাইরের ১৮ হাজার ২০২ জন।
জেবি/এসবি