জাতীয়করণের দাবিতে

কাফনের কাপড় পরে আমরণ অনশনে শিক্ষকরা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ১লা আগস্ট ২০২৩


কাফনের কাপড় পরে আমরণ অনশনে শিক্ষকরা
ছবি: সংগৃহীত

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষকরা কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেছেন।


মঙ্গলবার (১ আগস্ট)  সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় সংগীত পরিবেশন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে এ কর্মসূচি শুরু করেন তারা। 


আরও পড়ুন: আজ থেকে আমরণ অনশনে বসছেন শিক্ষকরা


টানা ২১ দিন অবস্থান কর্মসূচি করার পরও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে ১ আগস্ট থেকে আমরণ কর্মসূচির ঘোষণা দেন তারা। সেই ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হলো আমরণ অনশনের কর্মসূচি।


আরও পড়ুন: এবার আমরণ অনশনের সিদ্ধান্তে মাধ্যমিক শিক্ষকরা


শিক্ষক নেতারা বলছেন, “এতদিন আন্দোলনের পর শূন্য হাতে ফেরাটাও হবে লজ্জাজনক। তাই তারা সুনির্দিষ্ট আশ্বাস চান।”


জেবি/এসবি