সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে: শিক্ষা উপমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চট্টগ্রাম ব্যুরো: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, যারা বিদ্যালয়ের পড়াশোনা করছ, তাদের মধ্য থেকে সবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি কর্মকর্তা ও উচ্চপদস্থ কর্মকর্তা হতে হবে এমন নয়। তাছাড়া বাংলাদেশের অর্থনীতে তা সম্ভবও না। তবে সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। বিশ্ববিদ্যালয় গেলেই যে সবার জীবন জীবিকা তথা চাকরি নিশ্চিত হবে তাও কিন্তু নয়। পড়াশোনার সময় নির্দিষ্ট পাঠ্যক্রম শেষে সনদ অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষতা অর্জন করতে হবে।
রাজনীতি মানে আদর্শিক অবস্থান থেকে মানুষের জন্য কোন কিছু করার একটা উদ্যোগ। তবে আদর্শিক বিষয়টাকে শুধু বিশ্বাস করলে হবে না। ওই আদর্শকে চিত্তে ধারণ করে মানুষের জন্য কাজ করতে সোচ্চার হওয়াকে রাজনীতি বলে। তাই, এটার জন্য আমাদেরকে রাজনীতি করতে হয়। কারণ মানুষের জন্য কোন কিছু করতে হলে কারো একার পক্ষে তা করা সম্ভব নয়। কিন্তু রাজনীতি বা সংগঠন করলে মানুষের জন্য কাজ করাটা সহজ হয়ে যায়।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের এ কে সিদ্দিকী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে মুজিববর্ষ ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিজযের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত ‘শত কবিতার শ্রদ্ধাঞ্জলিতে বঙ্গবন্ধু’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনার পরিষদের সভাপতি এম এ সালাম এর সভাপতিতে¦ সহকারী শিক্ষক রত্না রাণী চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম।
সভাপতির বক্তব্যে এম এ সালাম বলেন, শুধু লেখাপড়া করলে হবে না, শিক্ষার আলোয় যদি মানুষকে আলোকিত করা না যায় তবে সেই শিক্ষার কোন মূল্য নাই। শিক্ষার সাথে ‘সু’ না থাকলে তবে সেই শিক্ষা আলোকিত করতে পারে না। শিক্ষার কোন উত্তরাধিকার নাই। শিক্ষা একান্ত নিজের ব্যক্তিগত সম্পদ। তিনি শিক্ষার্থীদেরকে সুশিক্ষা অর্জনে সর্বদা সচেষ্ট থাকার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম শিক্ষা অঞ্চলের পরিচালক প্রফেসর হোসাইন আহমেদ আরিফ ইলাহী, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-সচিব বেলাল হোসেন, চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক শামসুদ্দীন শিশির, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী, নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ¦ আবু মুছা খাঁন, দাতা সদস্য আলহাজ¦ রফিক আহমদ, মোহাম্মদ নাজেম, শুভা নাজ জিনিয়া ও ইয়াসিন আরাফাত, শিক্ষানুরাগী বদিউন্নেছা সিদ্দিকী, অভিভাবক সদস্য সাইফুল আলম, সেলিম খানসহ প্রমুখ।