বুয়েটের সেই ২৬ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন

বিষয়টি আসামিপক্ষের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গ্রেফতার বুয়েটের ২৬ জনসহ ৩২ শিক্ষার্থীর জামিন জামিন মঞ্জুর করা হয়েছে।
বুধবার (২ আগস্ট) দুপুর ১টায় সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালত তাদের জামিন মঞ্জুরের আদেশ দেন।
বিজ্ঞাপন
বিষয়টি আসামিপক্ষের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে, গত রবিবার (৩০ জুলাই) সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বাজারের নৌকাঘাট থেকে একটি নৌকা নিয়ে বুয়েটের ২৬ জনসহ মোট ৩৪ শিক্ষার্থী ঘুরতে যান টাঙ্গুয়ার হাওড়ে। বেড়ানোর এক পর্যায়ে ওই দিন দুপুরে ৩৪ শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
জেবি/এসবি








