ঢাবিতে গণঅধিকার পরিষদের ওপর ছাত্রলীগের হামলা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণঅধিকার পরিষদের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
বুধবার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ শুরুর ঠিক আগে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র অধিকার পরিষদের সমাবেশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতৃত্বে ক্যাম্পাসে মহড়া দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে টিএসসি আসা মাত্রই তাদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ। এসময় ভিপি নুরের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েন এবং নুর ও তার সহযোগীদের মারতে মারতে টিএসসি থেকে দোয়েল চত্বরের দিকে নিয়ে যান।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেন, ছাত্র অধিকার পরিষদের পূর্বঘোষিত কর্মসূচিতে দাঁড়াতেই দেয়নি ছাত্রলীগের নেতাকর্মীরা। রাজু ভাস্কর্যে আসার সঙ্গে সঙ্গে নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে।
এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে এটা মিথ্যা কথা। নুরুল হক নুরের নেতৃত্বে কিছু বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। তখন বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা করলে শিক্ষার্থীরা প্রতিরোধ করে।
আরএক্স/