রাজনৈতিক দলকে নয়, গণতন্ত্রকে সমর্থন করে যুক্তরাষ্ট্র: পিটার হাস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩


রাজনৈতিক দলকে নয়, গণতন্ত্রকে সমর্থন করে যুক্তরাষ্ট্র: পিটার হাস
ছবি: সংগৃহীত

“কোনো বিশেষ রাজনৈতিক দলকে নয়, গণতন্ত্রকে সমর্থন করে যুক্তরাষ্ট্র”। এমনটাই বলেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। 


বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


পিটার হাস বলেন, “বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এ জন্য আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলার সময় আমি মার্কিন নীতির কথা জানিয়েছি। আওয়ামী লীগসহ সবাইকে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার কথা বলেছি।”


আরও পড়ুন: গণতন্ত্র রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব বললেন কাদের


তিনি বলেন, “বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন সংঘাতমুক্ত হোক, সেটিই যুক্তরাষ্ট্রের চাওয়া।”


আরও পড়ুন: ইসির নির্দেশনা মোতাবেক ফেসবুক কনটেন্ট ব্লক করবে


চলমান রাজনৈতিক সংকটের বিষয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, “এই সংকটের সমাধান কীভাবে হবে, সেই প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোকেই নির্ধারণ করতে হবে।”


জেবি/এসবি