একদিনে ডেঙ্গুতে মৃত্যু ১০, হাসপাতালে ভর্তি ২৫৮৯
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩
একদিনে ডেঙ্গুতে আক্রন্ত হয়েছে মারা গেছেন ১০ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৮৯ জন।
বৃহস্পতিবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ১ হাজার ১০১জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৪৮৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ২১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু ১২, হাসপাতালে ভর্তি ২৭১১
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ৭১৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ হাজার ২২৩ জন। মৃত্যু বরণ করেছেন ২৮৩ জন। এর মধ্যে ঢাকা সিটির ২২৬ জন এবং ঢাকা সিটির বাইরের ৫৭ জন।
আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৫ নির্দেশনা
গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মৃত্যু বরণ করেছেন ২৮১ জন।
জেবি/এসবি