সাকিবের সঙ্গে এক ফ্রেমে 'মানিকে মাগে হিতে' গায়িকা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:১৯ পূর্বাহ্ন, ৬ই আগস্ট ২০২৩

বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করেছেন সাকিব আল হাসান। খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দল গল টাইটানসে। আর এই আসরের উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়েছেন ‘মানিকে মাগে হিতে’ খ্যাত গায়িকা ইয়োহানি। আর সেখানে থাকার কারণে পেয়েছিলেন ক্রিকেটারদের কাছাকাছি আসার সুযোগ।
আরও পড়ুন: নতুন অধিনায়ক প্রসঙ্গে যে তথ্য দিলো বিসিবি
সেই সুবাধে সাকিব আল হাসানের কাছাকাছি আসারও সুযোগ পেয়েছিলেন এই গায়িকা। আর সুযোগ পেয়েই বাংলাদেশি সুপারস্টারের সাথে ছবি তুলেছেন এই লঙ্কান গায়িকা। আর সেই ছবি তিনি শেয়ার করেছেন নিজের সামাজিকমাধ্যম ফেসবুকে।
এলপিএলে অংশ নেওয়া ক্রিকেটার, ধারাভাষ্যকার, কোচদের সাথে ‘সাইনিং চ্যালেঞ্জ’ নামের একটি ইভেন্টে অংশ নিচ্ছেন ইয়োহানি।
আরও পড়ুন: নারী বিশ্বকাপে ৩০ শতাংশ দর্শক বেড়েছে
উল্লেখ্য, ‘মানিকে মাগে হিতে’ গান দিয়ে সাড়া ফেলার পর উপমহাদেশে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন ইয়োহানি। শ্রীলঙ্কায় তিনি র্যাপ কুইন নামে পরিচিত। বলিউডের সিনেমাতেও গান গেয়েছেন।
জেবি/এসবি