বিকেলে ঢাকায় ১৪ দলের সমাবেশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (৭ আগস্ট) সমাবেশ করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া তথ্যটি নিশ্চিত করেন।
গত শুক্রবার (৪ আগস্ট) বিকেলে ১৪ দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি। সমাবেশে মায়া বলেন, সোমবারের পর এই মাসেও আরও চারটি সমাবেশ করবে ১৪ দল।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ ১৪ দলের নেতারা।
আরও পড়ুন: রিজভীর বিরুদ্ধে মামলা করতে এবার আদালতে যাচ্ছেন হিরো আলম
১৪ দলের নেতারা বলেন, “আওয়ামী লীগ ও ১৪ দল মিলে বিএনপি-জামায়াতকে উৎখাত করা হবে। অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।”
আরও পড়ুন: দেশকে পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেব না বললেন কাদের
আগামী নির্বাচন অন্য সব নির্বাচনের মতো হবে মন্তব্য করে ১৪ দলের নেতারা বলেন, “এবার সাধারণ নির্বাচন নয়। এবারের নির্বাচন দেশ রক্ষার, উন্নয়ন অগ্রযাত্রার। আর বিএনপি নির্বাচন চায় না। তাদের চক্রান্ত প্রতিহত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কিছু গণমাধ্যম দুর্নীতিবাজদের ফেরেশতা বানায়, সৎদের হেনস্তা করে: হাসনাত

শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে কুষ্টিয়ায় এনসিপির কর্মসূচি শুরু

আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু

দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি: সালাহউদ্দিন
