রিজভীর বিরুদ্ধে মামলা করতে এবার আদালতে যাচ্ছেন হিরো আলম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৯ পিএম, ৬ই আগস্ট ২০২৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে মানহানির মামলা করতে এবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যাচ্ছেন ইউটিউবা কনটেন্ট ক্রেটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এর আগে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন তিনি।
রবিবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে ডিবি কার্যালয় থেকে বের হয়ে তিনি আদালতে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান।
আরও পড়ুন: রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে হিরো আলম
হিরো আলম জানান, “রুহুল কবির রিজভী আমাকে পাগল বলাতে তার নামে মামলা করতে ডিবি কার্যালয়ে এসেছি।”
আরও পড়ুন: হিরো আলমকে নিয়ে বিবৃতি, যা বললেন পিটার হাস
এর আগে শনিবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির জ্যেষ্ঠ নেতা রিজভী তার বক্তব্যে বলেন, “হিরো আলমের মতো একটা অর্ধপাগল, অর্ধশিক্ষিত লোক নির্বাচনে অংশ নিয়েছে।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

দেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে বাণিজ্য হয়েছে: সালাহউদ্দিন

নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে ভালো কিছু প্রত্যাশা করে: তারেক রহমান

‘তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’

জাতীয় পার্টির মূল দায়িত্বে যারা ছিলেন তারা ব্যর্থ হয়েছেন : রুহুল আমিন
